আসছেন। ভালো করছেন!

অসময়ে মেহমান ঘরে ঢুকে বসে যান বোঝালাম ঝামেলার যতগুলো দিক আছে তিনি হেসে বললেন ঠিক আছে ঠিক আছে।
রেশনের পচা চাল টলটলে বাসি ডাল থালাটাও ভাঙা-চোরা বাটিটাও লিক আছে খেতে বসে জানালেন ঠিক আছে ঠিক আছে।
মেঘ দেখে মেহমান চাইলেন ছাতাখান দেখালাম ছাতাটার শুধু কটা শিক আছে তবু তিনি বললেন ঠিক আছে ঠিক আছে।